ঈদবস্ত বিতরণ কার্যক্রম ধ্রবকের আলো বাংলাদেশ

 

মানুষ মানুষের জন্য। এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি।বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এই গুণটা আরও বেশি প্রবল। এই ঈদে অসহায় ও খেটে খাওয়া দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের একদল উদ্যমী যুবক। যাদের সংগঠনের নাম ধ্রুবকের আলো(বাংলাদেশ)

গ্রাম-গঞ্জের একটি বিশাল অংশ পড়ে আছে চোখের আড়ালে। যাদের নিজেদের না আছে সহায়-সম্বল, না পারছে কাজ করতে, না পাচ্ছে কোনো সহযোগিতা।

সে কারণেই গ্রামাঞ্চলের অসহায় মানুষদের কথা চিন্তা করে চরসুবুদ্ধির এই উদ্যমী তরুণরা সিদ্ধান্ত নিয়েছে গ্রামেই তারা এবার ঈদবস্ত বিতরণ করবে। সে আলোকেই প্রায় খালি হাতে মাঠে নেমে বিত্তবানদের কাছ থেকে ও প্রবাসিদের কাছ থেকে এবং ছাএ-ছাএীদের দারুণ সাড়া পেয়েছে তারা। যে কারণে, এখনও পর্যন্ত ৪৫+ টি পরিবারের মাঝে দিতে পেরেছে ঈদবস্ত।

চরসুবুদ্ধির এক উদ্যম যুবক মোঃ নবী হোসেনের পরামর্শক্রমে এই ঈদবস্ত বিতরণের উগ্যেগ নেয়া হয়েছিল। সে উগ্যেগেই সামনে এগিয়ে চলা। আজ পহেলা মে (০১-০৫-২০২২) রোজ রবিবার চরসুবুদ্ধি বাটখোলা মেঘনা নদীর পাড় আনুষ্ঠানিকভাবে ঈদবস্ত বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টাগণ
জনাব গোলাম সারোয়ার (স্যার)
জনাব জালাল উদ্দিন খন্দকার (স্যার)
জনাব আহসানউল্লাহ সাহেব (ব্যাবসায়ী)
জনাব আঃ সালাম (কৃষি অফিসার)
জনাব বীর মুক্তিযোদ্ধা বাতেন (চেয়ারম্যান)
জনাব মোঃ নবী হোসন (প্রবাসি)
উপস্থাপক হিসেবে ছিলেন জনাব মোঃ আবু হানিফা (ইমাম) 
এবং উক্ত সংগঠনের সদস্যগণ।

উপদেষ্টাগণ তাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে যুব সমাজকে মানবিক কাজে এগিয়ে আসার জন্য অনুপ্রেরণামূলক কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কাছে তারা আহ্বান জানায়, অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তাদের এই প্রচারণার মাধ্যমেই দেশ-বিদেশের বেশ কিছু মানুষ সহযোগিতা নিয়ে এগিয়ে আসে তাদের পাশে এবং তাদের পাশাপাশি ছাএ-শিক্ষক-ব্যাবসায়ী সহ অনেক পেশার মানুষ আর্থিকভাবে সহযোগিতা করেছে। যার ফলে দুইধাপে ৪৫+ টি পরিবারের মাঝে ঈদবস্ত পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। অসহায় মানুষদের জন্য বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল লুঙ্গি,শাড়ি এবং নগদ টাকা।

গ্রামাঞ্চলের প্রকৃত অসহায়-অভাবী পরিবারগুলোকে খুঁজে বের করে তাদের পৌঁছে দেয়া হয়েছে এসব সামগ্রী। এমনকি রাতের আঁধারে প্রত্যেক অসহায় পরিবারের কাছে সাহায্য সামগ্রী নিয়ে ছুটে গেছেন এই তরুণেরা।

উক্ত সংগঠনের উপদেষ্টার ভাষ্যমতে অর্থের অভাবে সংসার আর চলছে না অনেক মানুষের। বিশেষ করে দিন-মুজুরদের অবস্থা খুবই খারাপ। দু’মুঠো ভাত জোগাড় করাই এখন খুব কঠিন হয়ে পড়েছে। এই নিরন্ন মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের মতো একটা গরীব রাষ্ট্রে সবার জন্য সবকিছু করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের উচিত গরীব অসহায়দের পাশে দাঁড়ানো।’

এর আগে শীতের মধ্যে কম্বল বিতরণ এবং বিভিন্ন অসহায়দের কে চিকিৎসা সেবা সহ নানারকম সেবা দিয়ে যাচ্ছে ধ্রুবকের আলো(বাংলাদেশ) সংগঠনের এই তরুণরা। তাদের পাশে থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন উক্ত সংগঠনের উপদেষ্টাগণ।
এই রমজানে অনেক পরিবারের মধ্যে ইফতার সামগ্রি বিতরণ করে এই তরুণ দল। এতো এতো পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা এবং ঈদবস্ত বিতরণ করার পরও থেমে যেতে চায় না এই তরুণরা।
এই সংগঠনের একজন উদ্যেগতা জানান, ‘আমাদের কার্যক্রম শেষ হয়নি, আমরা আমাদের সাধ্যমতো সেবা কার্যক্রম চালিয়ে যাব।(ইনশাল্লাহ)
এ জন্য আমরা সমাজের বিত্তবানদের সহযোগিতা চাই।’


NH Nishad


Post a Comment

Previous Post Next Post